দশমিনায় সকাল সন্ধ্যা হরতালে মাঠ শূন্য বিএনপি, দক্ষলে আওয়ামীলীগ
মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি সারাবাংলাদেশে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে কোন প্রকার প্রভাব বিস্তার করতে পারেনি উপজেলার ৭ টি ইউনিয়নে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিলো থানা পুলিশের অবস্থান এবং বিভিন্ন ইউনিয়নে পুলিশের মটরবাই টহল। সকারদলীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ছিলো রাস্তার মোরে মোরে বসা। স্কুল ও কলেজ পূজার বন্ধ থাকলেও সারকারি দপ্তরগুলো ছিলো খোলা এবং কর্মকর্তা ও কর্মচারী ছিলো আাগের মতো উপস্থিতি। যানচলাচল ছিলো স্বাভাবিক। হরতালে উপজেলার কোন ইউনিয়নে ছিলোনা বিএনপি ও সহযোগি সংগঠনের মিছিল ও মিটিং।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন বলেন, আওয়ামীলীগকে সাধারণ জনগন বারবার ভোটদিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে তাই কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশ মোতাবেক উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সাধারন জনগনের উপর যাহাতে কোন প্রকার প্রভাব পরতে না পরে তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারা মাঠে কাজ করেছি। ঐ আগুন সন্ত্রাসী, মানুষ হত্যাকারি বিএনপি ও জামত কখোনই সাধারন জনগনের ভালোচায়নি তাই আবারও সাধারণ জনগনের রক্ত জড়িয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপি ও জামতকে মানুষ বয়কট করেছে। ওদের আশা পূরন হবার না। জনগন শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার সাংবাদিকরের বলেন, হরতালের নামে জনমনে ভীতি, যান বাহনে আগুন দেয়া, সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া যাবে না। দশমিনা থানা পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।
Print [1]