ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে স্কুলের ফ্যান চুরি করে পালানোর সময় চোর আটক

বোয়ালমারীতে স্কুলের ফ্যান চুরি করে পালানোর সময় চোর আটক

বোয়ালমারীর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ভাপখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি সিলিং ফ্যান ও একটি লোহার বেঞ্চ চুরি করে নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে মিকাইল শেখ (৫০)। এ ঘটনায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার মন্ডল (২৯ অক্টোবর) রাতে থানায় মামলা করেন। মামলা নং- ২২।৷ চোরের বাড়ি উপজেলার চতুল ইউনিয়নের বাহিরবাগ গ্রামে। এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর স্কুলের সকল কক্ষে তালা দিয়ে বাড়িতে চলে যায় শিক্ষকরা। গত ২৮ অক্টোবর শনিবার গভীর রাতে মিকাইল শেখসহ কয়েকজন স্কুলের পুরাতন ভবনে ঢুকে দুটি সিলিং ফ্যান, একটি লোহার বেঞ্চ চুরি করে অটোতে উঠানোর সময় ভাপখন্ড গ্রামের বাসিন্দা রুপাপাত বাজারের ব্যবসায়ী সোহাগ শেখ (৩২) দেখে ফেলে ডাক চিৎকার পারলে মিকাইলের সাথের লোকজন পালিয়ে যায়। পালানোর সময় মিকাইল শেখকে গ্রাম বাসিরা ধরে ফেলে। পরে পুলিশের হাতে চোরকে সোপর্দ করে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, স্কুলের চুরির ঘটনায় মামলা হয়েছে। আসামিকে সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।