ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারা জাতীয় মহিলা সংস্থা উদ্যোগ সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণার্থী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ভেড়ামারা জাতীয় মহিলা সংস্থা উদ্যোগ সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণার্থী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হেলাল মজুমদারঃ আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা জাতীয় মহিলা সংস্থা উদ্যোগ সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণাথী বিদায় ও ৬২ ব্যাচের শিলাই প্রশিক্ষণ নবীনদের বরণ করে নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলাকা পারভীন স্বপ্না, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিলেটর উত্তম কুমার। আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা পরিচালনা পর্ষদ এর সদস্য নিলুফা ইয়াসমিন ঝর্ণা, সদস্য মোছাঃ হাসিনা বানু, তথ্য আপা প্রকল্পের তথ্য কর্মকর্তা খন্দকার তানিয়া, তথ্য সহকারী জান্নাতুল নাঈম, মহিলা সংস্থা’র অফিস সহকারী মোঃ আব্দুল বারী, ট্রেড প্রশিক্ষিকা মোছাঃ শাহানারা বেগম, অফিস সহায়ক মোহন আলী প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেড়ামারা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন-পুরাতন ৬০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।