মহাদেবপুরে জোর করে বিভিন্ন প্রজাতির ফলজের চারা বিনষ্টের অভিযোগ
মোহাম্মদ আককাস আলী : পূর্ব শত্রুতার জের ধরে নওগাঁর মহাদেবপুরে জোর করে তফশিল বর্ণিত সম্পত্তিতে বিভিন্ন প্রজাতির ফলজের চারা বিনষ্ট করেছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষরা এতেও ক্ষান্ত না হয় বাড়ির ইন্টারনেটের তার কেটে ফেলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের সিদ্দিকপুর গ্রামে। এ ব্যাপারে শাহিন শার ভাই রাজু মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ,সিদ্দিকপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে শাহিন শাহ্ সিদ্দিকপুর মৌজায় খতিয়ান নং ৬৫৭,দাগ নং ৫১৭,৫১৯তে ২৪ শতাংশ জমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছিল। ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছগোসালি রোপন করেন শাহেন শাহ্।গত ৩১ অক্টোবর সন্ধ্যায় একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে লোকমান আলী,লোকমান আলীর ছেলে হাবিবুর রহমানসহ তাদের পরিবারের সদস্যরা দলবদ্ধ হয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহেন শার রোপণকৃত বিভিন্ন প্রজাতির ফলস গাছ বিনষ্ট করে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি ধামকি দেয়। এ ব্যাপারে অভিযোগের প্রাপ্তি স্বীকার করে মহাদেবপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার সাইফুল ইসলাম জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা অন্যদিকে বেগমান করার লক্ষ্যে লোকমান আলী রাজুর বিরুদ্ধে তার নাতনিকে দিয়ে ইভটিজিংয়ের অভিযোগ দেয় ইউএনও অফিসে। মোবাইল ফোনে লোকমান আলীর সাথে কথা হলে তিনি জানান,তার জমিতে ওরাই গাছ লেগে ওরাই বিনষ্ট করে উল্টো আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। নাতনীর ইভটিজিং এর কথা বললে ব্যস্ত আছি বলে মোবাইল কেটে দেয় লোকমান আলী।
Print [1]