ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

দৌলতপুরে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

ফরিদ আহমেদঃ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে কুষ্টিয়ার দৌলতপুরে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

৪নভেম্বর সকাল ১১টায় দৌলতপুর মহিলা ডিগ্রী কলেজের হল রুমে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম শেলী দেওয়ান, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, টিম প্রধান ড.সাজ্জাদ হোসেন অধ্যাপক (পরিসংখ্যান) ইসলামী বিশ্ববিদ্যালয় ও সাবেক সাধারন সম্পাদক ইবি ছাত্রলীগ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, রিপনুজ্জামান রিপন সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ই বি, উপজেলা আ.লীগ দপ্তর সম্পাদক রেজাউল করিম,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা সম্পাদিক ফজিলাতুন্নেছা,১৪ দলের শরীক ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মজিবর রহমান, ওয়াকার্স পার্টির কুষ্টিয়া জেলা সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদিন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রেজাউল করীম, শরিফুল ইসলাম, খলিশাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাপুজ্জামান মুকুল, মরিচা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ আলমগীর, আলাউল হক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকমীর্ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন।

রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচীর ব্যাপারে টিম প্রধান ড.সাজ্জাদ হোসেন বলেন, দেশকে ১২টি ভাগে ভাগ করে প্রশিক্ষন পরিচালনা করা হবে। সারা দেশের অফলাইন ক্যাম্পেইেনে সাংগঠনিক সহযোগী হিসেবে বিভিন্ন জেলার দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ছাত্রলীগ নেতাদের। এবারের জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার অদ্যবাদিত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে প্রতিজন ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামীলীগ। এই উদ্যোগের আওতায় একটি সুশৃংখল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে প্রতিজন ভোটারের কাছে ভোট চাওয়া হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপিকে ধ্বংসাত্মক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড এজাজ আহমেদ মামুন বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করা সহজ নয়। তাছাড়াও রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচীতে দলের পক্ষে অনলাইন-অফলাইনে ব্যাপক প্রচারণা চালাবে প্রশিক্ষিত তরুণ-তরুণীরা। এ্যাড এজাজ আহমেদ মামুন আরো বলেন, দ্রুতই দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে চলে আসবে, সরকারের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়া আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করীম মিঠু,