দশমিনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালী দশমিনা উপজেলায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের স্ত্রী মোসাঃ ছালমা বেগম(৩৫) এবং কন্যা মোসাঃ ছাদিয়া(১২) ৭-৮ দিন পূর্বে স্বাভিক জ¦র নিয়ে দশমিনা হাসপাতালে ভর্তি হয় । দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের ডেঙ্গুজ¦র ধরা পরে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৭-৮ দিন পূর্বে বরিশাল শে-রে-ই বাংলা হাসাপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পরলে মা ও মেয়েকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মা ছালমা বেগম রাত ১২ এবং মেয়ে ছাদিয়া বেগম সকাল ৬ টায় মারা যায়। মা ও মেয়ের মর দেহ আতœীয়স্বজন বুধবার সকালে উপজেলা বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকাল ১১ টায় নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
ছাদিয়ার চাচা মোঃ ইউনূস মিয়া জানান, ছাদিয়া ও ছাদিয়া মা জ¦রে আক্রান্ত হয়ে দশমিনা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ডেঙআগুজ¦ ধরা পরলে উন্নত চিকিৎসার জন্য ১ সপ্তাহ আগে বরিশাল হাসপাতালে ভর্তি করি। ছাদিয়ার মা বুধবার রাত ১২ টায় এবং ছাদিয়া সকাল ৬ টায় বরিশাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসি বুধবার দুপুরে জনানা শেষে পারিবারিক গোরস্থানে দাফর করা হয়।