ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীতে ইএসডিও’র পক্ষ থেকে এসইপি উদ্যোক্তাদের মাঝে ছাতা বিতরণ

রাজশাহীতে ইএসডিও’র পক্ষ থেকে এসইপি উদ্যোক্তাদের মাঝে ছাতা বিতরণ

রাজশাহী ব্যুরো: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ্যমে বাস্তবায়িত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগীতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এর উপ-প্রকল্প (টেকসই ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোরাঁ এবং পথখাদ্য ব্যবস্থার উন্নয়ন) ত্বরান্বিতকরণ স্ট্রিট ফুড প্রকল্পের আওতায় রাজশাহীর উপশহর ও পবা শাখার মোট ৪০ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে বিনামুল্যে ৪৮ ইঞ্চি গার্ডেন ছাতা বিতরণ করা হয়েছে। উক্ত গার্ডেন ছাতা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক জনাব মোঃ বায়েজীদ হোসেন ওয়ারেছী, ইএসডিও’র পক্ষে উপস্থিত ছিলেন ইএসডিও স্ট্রিট ফুড প্রজেক্ট এর এপিসি ও ফোকাল পারসন মোঃ তাসভীর আহমদ খাঁন, ইএসডিও, রাজশাহীর জোনাল ম্যানেজার মোঃ ওমর ফারুক, ইএসডিও’র জেলা ম্যানেজার, (আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম) মোঃ মহিদুল হাসান , প্রজেক্ট ম্যানেজার মো: লিটন, শাখা ব্যবস্থাপক (উপশহর) মোঃ আশরাফুল হক, একাউন্টস এন্ড প্রকিউরমেন্ট অফিসার মোঃ রাকিব হাসান ও টেকনিক্যাল অফিসার ফারজানা আক্তার।