![](https://dailynewsbangla.com/wp-content/uploads/2023/11/01323654789654123.00.jpg)
নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে– খাদ্যমন্ত্রী
মোহাম্মদ আককাস আলী :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রমে মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি মহল নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার শুরু করেছে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে। খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে সাঁইত্রিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারীকরণ করেন।তাঁর সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় সাতাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন।
শেখ হাসিনা একজন শিক্ষানুরাগী উল্লেখ করে তিনি বলেন, নওগাঁবাসীকে তিনি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের পাশাপাশি বিদ্যালয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেছেন, এজন্যই সরকার নতুন ভবন নির্মাণ করে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেন।
রোববার (১২ নভেম্বর) সকালে খাদ্যমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকার চাপড়া উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
নিয়ামতপুর উপজেলার সহকারী-কমিশনার (ভূমি) রুপম দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো: জাহিদ-হাসান-বিপ্লব, ভাবিচা ইউনিয়ন পরিষদের-চেয়ারম্যান মো: ওবাইদুল হক চাপড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোকসেদ আলী প্রমুখ।
Print [1]