1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বিএনপি-জামায়াতের অবরোধে বোয়ালমারীতে লোকাল বাস ভাংচুর - dailynewsbangla
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতে বসে শেখ হাসিনা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে – শাহাজান আলী জাল সনদে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন আর কোন সরকার যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে: রাজশাহীতে জোনায়েদ সাকি দৌলতপুরে লাঠির আঘাতে আপেল লস্কর নামে ব্যাবসায়ীর মৃত্যু দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁয় শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন ভেড়ামারায় ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের অবরোধে বোয়ালমারীতে লোকাল বাস ভাংচুর

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের অবরোধে বোয়ালমারীতে লোকাল বাস ভাংচুর

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ডাকা ৪৮ঘন্টা অবরোধের প্রথম দিনে ফরিদপুরের বোয়ালমারীতে একটি লোকাল বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাসপুরগামী গ্লোবাল আব্দুল্লাহ্ শাহ্ লোকাল নামে বাসটি পৌচ্ছালে দুর্বৃত্তরা পাথর ছুড়লে এ ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ সরকার দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিন ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ নভেম্বর) ফরিদপুর থেকে ব্যাসপুরের উদ্দেশ্য গ্লোবাল আব্দুল্লাহ্ শাহ্ (ফরিদপুর-ব ১১-০১৬০) নামে একটি বাস যাত্রী নিয়ে ব্যাসপুরের উদ্দেশ্য রওনা হয়। এরই মাঝে কিছু যাত্রী মাঝকান্দি, কাদিরদী, সাতৈর ও বোয়ালমারী বাজারে নেমে যায়। কিছুসময় পর বোয়ালমারী চৌরাস্তা থেকে ব্যাসপুরগামী বাসটি ৩-৪জন যাত্রী নিয়ে চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় রবিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে পৌঁছালে ৫-৭জন দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ করে পাথর ছুড়ে পালিয়ে যায়। এ সময় বাসের সামনের গ্লাস, লুকিং গ্লাস, ড্রাইভারের জানালার গ্লাস ভেঙ্গে যায়। বাসের চালক গফফার সিকদার দ্রুত বাস চালিয়ে সহস্রাইল বাজারে গিয়ে স্থানীয়দের ঘটনাটি জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব, শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বাসের চালক গফফার সিকদার বলেন, বোয়ালমারী থেকে ব্যাসপুর যাওয়ার জন্য বাস নিয়ে রওনা দিলে রামচন্দ্রপুর ব্রিজের সামনে পৌছালে কিছু বুঝে উঠার আগেই ৪/৫জন যুবক বাসটিকে লক্ষ করে পাথর ছুড়তে থাকে। দ্রুত বাস চালিয়ে সহস্রাইল বাজারে গিয়ে স্থানীয়দের ঘটনাটি বাস মালিক ও স্থানীয়দের জানায়। পরে বাস নিয়ে ব্যাসপুর চলে এসেছি। এতে সামনের গ্লাস, লুকিং গ্লাস, ড্রাইভারের জানালায় গ্লাস ভেঙ্গে গেছে। শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.ইস্রাফিল মোল্যা বলেন, লোকাল বাসের গ্লাস ভাংচুরের কথা শুনে ঘটনাস্থল গিয়ে ইউএনও ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, চলন্ত বাসে রাতের আধারে দুস্কৃতিকারী ঢিল ছুড়ে পালিয়ে যায়। এতে বাসটির গ্লাস ফেটে গেছে। ওই এলাকায় পুলিশি অভিযান চলমান রয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের জানমালের সুরক্ষার জন্য সার্বক্ষণিক পুলিশ মাঠে রয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছিলাম। দুস্কতিকারীরা গাড়িটিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। গাড়ীতে থাকা লোকজনের কারো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ