না ফিরার দেশে চলে গেলেন মহাদেবপুর-বদলগাছীর সাবেক সাংসদ ড.আকরাম
মোহাম্মদ আককাস আলী : মহাদেবপুর-বদলগাছীর আমজনতাকে কাঁদিয়ে না ফিরার দেশে চলে গেলেন নওগাঁ-৩ এর সাবেক সংসদ সদস্য , সাবেক বরেন্দ্র চেয়ারম্যান ও নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ড.আকরাম হোসেন চৌধুরী(ইন্নাইলাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।
সোমবার ১৩ নভেম্বর ২০২৩ দুপুর ১টার দিকে স্ট্রোক জনিত কারনে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। মৃত্যু কালে তিনি রেখে গেছেন স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী। নেতাকর্মি ও আমজনতা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলী,সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হবে সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।