বোয়ালমারী সরকারি বালিকা বিদ্যালয়ে ৬ তলা ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে অবস্থিত বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৬ তলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের সাথে নতুন এ ভবনটিও উদ্বোধন করেন। নতুন এ ভবনে শিক্ষার্থীরা নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। এছাড়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এ ভবনে একাডেমিক সুবিধা পাবেন। নবনির্মিত ভবনে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে ভবনটি তৈরিতে প্রায় ৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। ৬ তলা বিশিষ্ট ভবনটি বিভিন্ন পাবলিক পরীক্ষায়ও ব্যবহৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোশারেফ হোসাইন, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বোয়ালমারী উপজেলার উপসহকারী প্রকৌশলী সাগর হালদার, প্রধান শিক্ষক এটিএম চুন্নু মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ম পার্যায়ের (১ম ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। জমি ও গৃহর কাগজপত্র সুবিধাভোগিদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন।