ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

ফকির বেশ ধরেও  রক্ষা পেলনা খুনি মোজাম আলী

ফকির বেশ ধরেও  রক্ষা পেলনা খুনি মোজাম আলী

মোহাম্মদ আককাস আলী : ফকির বেশ ধরেও  রক্ষা পেলনা খুনি মোজাম আলীর। মোজাম আলী(৫৫) নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামের আজিম উদ্দীনের ছেলে।
আটককৃত মোজাম আলী গত ১১ নভেম্বর বেলা ১টার দিকে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে খোশালপুর-মহাদেবপুর গামী পাকা রাস্তায় চকগোবিন্দ নামক স্থানে একই গ্রামের সানাউল্লাহর ছেলে আব্দুস সালামের পিঠে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।  তার চাকুর আঘাতে সালামের মৃত্যু হয়।
মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, এঘটনায় নিহতের ছেলে সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মূল আসামী আটক এবং মামলার রহস্য উদঘাটনের পুলিশ তৎপর হয়। এরপর গতকাল বিকেলে ঘটনায় জড়িত এজাহারনামীয় ১নং আসামী মোঃ মোজাম আলীকে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউপি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ফকিরের ছদ্মবেশ ধারণ করে ছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডের কথা স্বীকার করে। হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আটকৃত মোজাম আলীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।