ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

তফসিল স্বাগত জানিয়ে সালথায় মেজর হালিমের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

তফসিল স্বাগত জানিয়ে সালথায় মেজর হালিমের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কর্তৃক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, তফসিল কে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেজর (অবঃ) আতমা হালিমের নেতৃত্বে ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজনে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিল টি অনুষ্ঠিত হয়। সালথা সদর বাজারের বাইপাস সড়কে অবস্থিত মেজর (অবঃ) আতমা হালিম এর আওয়ামীলীগ সরকা‌রের উন্নয়ন ও প্রচারণা অফিস থেকে শুরু হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে বাইপাস সড়কে সূচনা স্থানে এসে শেষ হয়। মিছিলে কয়েকশো নেতাকর্মী অংশগ্রহণ করে। আনন্দ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম বাংলাদেশ নির্বাচন কমিশন কে ধন্যবাদ জানিয়ে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সিডিউল ঘোষণা করেছেন। ফরিদপুরের-২ আসনের সর্বস্তরের জনগণ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে ধন্যবাদ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে সেইভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগন স্বতস্ফূর্তভাবে নির্বাচনে অংশে গ্রহন করবে এবং আগামী ৭জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। ফরিদপুর-২ আসনটি নৌকা মার্কায় জয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীকে উপহার দিব। নির্বাচন নিয়ে বিএনপি জামাতের কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। ষড়যন্ত্রকারীকে কোন ছাড় দেওয়া হবে না। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্লা, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইশারত হোসেন, বল্লভদী ইউনিয়ন আওয়ামীলীগের উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ আলী, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সম্পাদক কবির খান, যুবলীগ নেতা লুৎফর রহমান, রাসেল খান প্রমূখ।