ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ঘূর্ণীঝড় মিধিলি মোকাবেলায় প্রস্তুতি সভা

ঘূর্ণীঝড় মিধিলি মোকাবেলায় প্রস্তুতি সভা

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড় মোকাবেলায় দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় পরিষদ কনফারেন্স হল রুমে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারনের জান মাল রক্ষায় ১ শত ৩২ টি আশ্রয়ান কাম সাইক্লোনশেল্টার প্রস্তুত করা হয়েছে, জনসাধারনের সচেতনতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হচ্ছে, মসজিদের মাইকের মাধ্যমে ঘূর্ণীঝড়ের শতর্ক সংকেত জানিয়ে দেয়া হচ্ছে, দূর্গম চরাঞ্চলের জনসাধারণকে উপজেলা সিপিপি সদস্যদের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে, বিভিন্ন ইউনিটে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিপিপি সদস্য গন ঘূর্ণীঝড় মোকাবেলায় কাজ করছেন বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেন।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ওয়াশিউজ্জামান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিচালক পল্লীবিদ্যুৎ অফিস , সিপিপি সভাপতি আবদুল হাই সহ বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান গন।