ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

আন্তঃ নগর ট্রেন থেকে কোর্ট হ্যাঙ্গার চুরির সময় যুবক আটক

রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : চলন্ত ট্রেনের বাথ কামরা থেকে কোট হ্যাঙ্গার চুরির সময় আতিয়ার রহমান (৪৩) নামে এক চোরকে হাতে-নাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি আন্তঃনগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। ধৃত আতিয়ার রহমান  সান্তাহার পৌরসভার পার্শ্ববর্তী টিকরী গ্রামের মৃত  আব্দুর রহমানের পুত্র। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  আসামীকে রেলওয়ে থানায় হস্তাস্তর করা হয়েছে।
এ ঘটনায় রেলওয়ে থানায় সংশ্লিষ্ট আইনের মামলা করা হয়েছে। আসামিকে সোমবার সকালে বগুড়া কোর্টে প্রেরণ করার কথা জানিয়েছেন রেলওয়ে থানার ওসি মুক্তার হোসনে।