1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
নওগাঁয় দুই মাদক ব্যাবসায়ী আটক - dailynewsbangla
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা  আত্রাইয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পরিদর্শন স্যালাইন পানি  নিয়ে পথচারী ও ভ্যান শ্রমিকদের পাশে চেয়ারম্যান প্রার্থী লিটু শরীফ নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত  বগুড়া আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বাঘা উপজেলার কাদিরপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায় বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন  গ্রেফতার   ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়  তীব্র তাপদাহে নগরীর ১০ টি পয়েন্টে স্যালাইনপানি বিতরণ করবে রাসিক দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে  প্রতিপক্ষের উপর হামলা, আহত ৩

নওগাঁয় দুই মাদক ব্যাবসায়ী আটক

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
রাবেয়া সুলতানা :  নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।
আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।
এরআগে গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার দাসনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৬১ বোতল ফেনসিডিল এবং জব্দ করা হয় নগদ টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার দাসনগর দিঘীপাড়া গ্রামের আলিম উদ্দিন সরদারের ছেলে মো. খায়রুল ইসলাম (৫০) ও মহাদেবপুর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রহমানের  মো. ওয়াসিম আকরাম (৩০)।
কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাসনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খায়রুল ও তার সহযোগী ওয়াসিমতে আটকের পর তাঁদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রয়ের ৯ হাজার টাকাও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া খায়রুল ও তার সহযোগী ওয়াসিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী খায়রুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ওয়াসিম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে বলেও র‍্যাবের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ