ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আজ বুধবার  (২২ নভেম্বর) ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সিএনজি চালক বগুড়া শেরপুর উপজেলার ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আহসান হাবিব (৪৫)।

এ সময়  সিএজিতে  কোনো যাত্রী ছিলো না বলে জানা গেছে।  বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী জানান আজ বুধবার  ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি নিয়ে বগুড়ার দিকে রওনা দেন চালক আহসান হাবিব। এসময় অজ্ঞাত একটা ট্রাক সিএনজিতে  ধাক্কা দেয়।

এতে করে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। গুরুত্ব হত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বগুড়া নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসেন জানান এ বিষয়ে নিনিহত সিএনজি চালকের ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।