ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

দশমিনায় পানিতে পরে ২ কন্যা শিশুর মৃত্যু

দশমিনায় পানিতে পরে ২ কন্যা শিশুর মৃত্যু

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলায় পুকুরের পনিতে পরে দুই কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত্যু শিশুরা হলো উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের হিরন চৌকিদারের কন্যা মোসাঃ আছিয়া বেগম, দশমিনা ইউনিয়ানের নিজাবাদ গ্রামের  মোঃ রুবেল এর কন্যা রাইসা আক্তার উভয়ের বয়স দেড় বছর।
পারিবারিক ও স্থানীয় সূত্রে  জানা যায়, বুধবার সকাল ১০.১০ মিনিটের সময়  উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের আছিয়া বেগম  এবং দুপুর ১২.১০ মিনিটের সময় রাইসা আক্তার দশমিনা ইউনিয়নের নিজাবদ গ্রামের  বাড়ির উঠানে  খেলা করার সময় সকলের অগোচরে পুকুরের পানিতে পরে যায়। পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে আনেক খোজাখুজির পর পকুরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
উপজেলা আলীপুর ইউনিয়নের খলিসাখালী ওয়ার্ডের  ইউপি সদস্য বাদল খলিফা এবং দশমিনা ইউনিয়নের  নিজাবাদ ৪ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ছালমা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিকা মল্লিক জানান, পানিতে পরা দুই কন্যা শিশু রাইসা ও আছিয়া কে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা দাফনের জন্য নিজ নিজ বাড়ি নিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের আছিয়া বেগম এবং দশমিনা ইউনিয়নের নিজাবাদ গ্রামের রাইসা আক্তার পানিতে পরে মারা গেছে এ বিষয়ে আমাকে কেহ জানায়নি এবং আমি জানিনা।