রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাব্বী গ্রেফতার
মোহাম্মদ আককাস আলী : নাশকতা মামলায় রাণীনগর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম রাব্বী (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিবুল ইসলাম রাব্বী উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের মৃত নাছিমুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাতে রাণীনগর উপজেলা সদরের রেলগেট-ঝিনা সড়কের বিষ্ণপুর এলাকায় আ’লীগের ৬জন নেতাকর্মীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে উপজেলা আ’লীগ ও যুবলীগের ৩জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় নাশকতা মামলা দায়ের করা হয়। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, নাশকতা সৃষ্টি করার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিবুল ইসলাম রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Print [1]