ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালমারীতে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াসিন খানকে (৪৫) গ্রেপ্তার করেছেন। ইয়াছিন খানের বাড়ি ঝালোকাঠি জেলার রাজাপুর গ্রামে। সে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আলেক বিশ্বাসের মেয়ে বিয়ে করে ঘর জামাই থাকতো। সাজার পর পলাতক ছিল।

থানা সূত্রে জানা যায়, ফরিদপুর কোতআলী থানায় ২০১২ সালে ইয়াসিন খানের নামে একটি চুরি মামলা হয়। মামলা নম্বর ৯৫।

রবিবার (২৬ নভেম্বর) মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে থানার চৌকশ অফিসার এসআই মামুন ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত দেড়টার দিকে বরিশালের কোতআলী থানার নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।