বগুড়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রাবেয়া সুলতানা ( বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার সহযোগী সংস্থাসমূহ এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ-আল মারুফ। এতে সভাপতিত্ব করেন গ্র্রামীন আলোর নির্বাহী পরিচালক ফেরদৌসী বেগম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ দ্বারা সমাজের অবহেলিত, নির্যাতিত, হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের এ উদ্যোগ অবশ্যই মহৎ ও প্রশংসার দাবিদার। আলোচনা সভার পূর্বে র্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ও সহযোগী সংস্থাসমূহের নির্বাহী প্রধানগণ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ওরাপের নির্বাহী পরিচালক মোদাচ্ছির রহমান।
Print [1]