ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

দশমিনায় পাদুকা ও কসমেটিকস মালিক সমিতির আত্মপ্রকাশ। 

দশমিনায় পাদুকা ও কসমেটিকস মালিক সমিতির আত্মপ্রকাশ। 

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলা ডিএনসি বনিক সমিতির আদলে দশমিনায় পাদুকা ও কসমেটিকস মালিক সমিতি আত্মপ্রকাশ করা হয়।
গত ২৭ নভেম্বর সকালে দশমিনা উপজেলায় পাদুকা ও কসমেটিকস মালিক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভপতি মোঃ বজলুর রশিদ হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর গাজী, সহ-সভাপতি বাবুল হাওলাদর এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রমিজ সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। নবগঠিত কমিটি ০২ ডিসেম্বর  রোজ শনিবার রাত ৯ টায় দশমিনা পায়রা ফুডকর্নারে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ কমিটির আত্নপ্রকাশ ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের নীতিমালা অনুযায়ী একে আপরের সাথে সহনশীল আচারন এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে। তাদের আলোচনায় আরো বলেন মানবতার সেবায় সবসময় পাদুকা ও কসমেটিকস মালিক সমিতির সকল সদস্য এক যোগে কাজ করা হবে বলে জানান। আগামী তিন বছরের জন্য ডিএনসি বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ” দশমিনা পদুকা ও কসমেটিকস মালিক সমিতির ” অনুমোদন দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখে ডিএনসি বনিক সমিতির সদস্য আলহাজ্ব আবদুল হক, নবগঠিত সমিতির সভাপতি বজলুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাওলাদ, মোঃ জহির হোসেন সহ নবগঠিত সমিতির সদস্য বৃন্দ।