ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ভেড়ামারায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

 ভেড়ামারায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

হেলাল মজুমদার কুষ্টিয়া  কুষ্টিয়ার ভেড়ামারায় একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন কর্তৃক ১০ জন প্রতিবন্ধী কে আধুনিকমানের হুইল চেয়ার বিতরণ করলেন মালদ্বীপ প্রবাসী। গতকাল শনিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে মালদ্বীপ প্রবাসী সমাজ সেবক জীবন রহমান মোহন এর উদ্যোগে ১০ জন শিশু প্রতিবন্ধীদের মাঝে আধুনিক ও উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম,সীমান্ত কথার পত্রিকার বার্তা সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মাহমুদুল হাসান চন্দন। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা, সাংবাদিক ফয়জুল ইসলাম মিলন, মনোয়ার হোসেন মারুফ, ওমর ফারুক, সাংবাদিক ইয়ামিন হোসেন, রোহানুজ্জামান, প্রমুখ জীবন রহমান মোহন এই সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও তিনি এ ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।