ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁয় এক চাতাল শ্রমিক নারীর গলা কাটা লাশ উদ্ধার

নওগাঁয় এক চাতাল শ্রমিক নারীর গলা কাটা লাশ উদ্ধার

মোহাম্মদ আককাস আলী :
রোববার (৩ ডিসেম্বর) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী উজ্জলের চাউলকল থেকে
লাইলী নামের এক চাতাল শ্রমিক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন ওই চালকলে ধান শুকানোর কাজ করতো এবং ওই চালকলেই স্বামী-স্ত্রী বসবাস করত। প্রতিদিনের মত কাজ শেষ করে স্বামী-স্ত্রী ঘুমাতে যায়। সকাল বেলা চালকলের অন্য শ্রমিকরা তাদের ঘরে লাইলীর গলা কাটা লাশ দেখতে পায়। এ ঘটনার পর থেকেই লাইলীর স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে। মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।