ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

অভিনব  কায়দায় ফেন্সিডিল বহনকালে  ২জন ব্যবসায়ী গ্রেফতার।

অভিনব  কায়দায় ফেন্সিডিল বহনকালে  ২জন ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ :   সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী
অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর
নেতৃত্বে গত (৩ ডিসেম্বর) ২০২৩ ইং তারিখ ১৬:০০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন দিওড় এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য ভারতীয় নিষিদ্ধ  ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন জয়পুরহাট  জেলার কোমরপুর গ্রামের আব্দুল জব্বার এর ছেলে মো: দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন (৪৮) এবং একই জেলা ও থানার সীড হারিপুর  গ্রামের মৃত  আলাউদ্দিন এর ছেলে মো: আব্দুল মান্নান (৪৫)। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান
গ্রেফতারকৃত আসামী দেলোয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী দেলোয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ আব্দুল মান্নান ও আজাদুল এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও  পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন র‍্যাব-৫, সিপিসি – ৩ এর গোয়েন্দা দল দেলোয়ার এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত (৩ ই ডিসেম্বর)   তারিখে ১৬: ০০ ঘটিকায় অভিনব
কায়দায় ধানের বস্তার ভিতর অবৈধ মাদক দ্রব্য বহনকালে জয়পুরহাট জেলার সদর থানাধীন দিওড় নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদ্বেয়ের কাছে রক্ষিত ধানের বস্তা তল্লাশী করে ধানের বস্তার ভেতর হতে অবৈধ মাদকদ্রব্য ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব
ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।