র্যাবের অভিযানে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার আওতায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ১৬০ গ্রাম হেরোইনসহ মোতাহারা বেগম (৩৮) নামের এক নারী মাদক
কারবারিকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করেছেন। গত রোববার (৩ নভেম্বর) রাত
সাড়ে ১১ টায় জয়পুরহাট স্টেশনে তিতুমির এক্স্রপ্রেস ট্রেনের বগি থেকে তাকে আটক করা হয়।
মোতাহারা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সহরাগাছী গ্রামের রিপনের স্ত্রী।
সান্তাহার রেলওয়ে থানা সুত্র জানাযায়, গত রোববার রাত সাড়ে ১১ টায় র্যাব-৫ জয়পুরাট ক্যাম্পের
সদস্যা জয়পুরহাট স্টেশনে মাদক বিরোধী অভিযান করা কালে জয়পুরহাট স্টেশনে তিতুমির
এক্রপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ঘ বগিতে তল্লাশি কালে মাদক কারবারি মোতাহারা
বেগমের পায়ের সেন্ডেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১শ৬০ গ্রামে হেরোইন উদ্ধারসহ
তাকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোর্পন করেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার
হোেসেন জানান, এ ঘটনায় মামলা রুজু করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।
Print [1]