ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

খাদ্যমন্ত্রীসহ ৪ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ 

খাদ্যমন্ত্রীসহ ৪ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ 

মোহাম্মদ আককাস আলী :
 খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা ও ২ জনের বাতিল করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মাওলা প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন। বৈধ প্রার্থীরা হলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার- (আওয়ামী লীগ), মোহাম্মদ আলী- (জাকের পার্টি), আকবর আলী কালু (জাতীয় পার্টি) এবং মাজেদ আলী (স্বতন্ত্র)। হলফনামা অসম্পূর্ণ এবং ভোটারদের দেওয়া স্বাক্ষরে গড়মিল থাকার কারণে খালেকুজ্জামান তোতা (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল ও নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম অসম্পূর্ণ থাকায় সোহরাব হোসেন (স্বতন্ত্র) মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল প্রসঙ্গে খালেকুজ্জামান তোতা বলেন, ভোটারদের স্বাক্ষরে সমস্যার কারণে মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান তিনি।