ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে বুধবার (৬ ডিসেম্বর) ভোরে রাজ কুমার মন্ডল (২৮) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে। রাজ কুমার মন্ডল বনচাকী গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই আব্দুল লতিফ বলেন, বুধবার ভোরে পাটের রশি দিয়ে নিজ সোয়ার ঘরের আড়ার সাথে রাজ কুমার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। কি কারনে মারা গেছে তা এখনো জানা যায়নি। তবে তার পরিবার দাবী করছে রাজ কুমার পেটে ব্যথায় ভুগছিল।