ভেড়ামারায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
হেলাল মজুমদার ভেড়ামারা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চাদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়াডের উদ্যগে বি এন পি র অবৈধ হরতাল জ্বালাও পোড়ানোর প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ৪ টার সময় চাদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়াডের উদ্যগে জামাত, বি এন পি,র ডাকা অবৈধ হরতাল ও জ্বালাও পোড়ানো অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাদগ্রাম আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল আলম চুনু। মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া – ২ (ভেড়ামারা -মিরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সভাপতি ভেড়ামারা আওয়ামী লীগ আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সহ সভাপতি আহাদুজ্জামান রানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোয়ানুর রহমান সোহাগ, চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম রনি, ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়াড কাউন্সিল আলহাজ্ব মাহাবুল বিশ্বাস ৪ নং ওয়াড কাউন্সিল সোলাইমান মাষ্টার, ৩ নং ওয়াড কাউন্সিল ডাবলু। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল আলম প্রাইম, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার কবির শোভন, সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রা জানান, আমরা এবার আওয়ামী লীগের দলীয় লোক পেয়েছি সেটা হলো কামারুর আরেফিন স্বতন্ত্র এমপি প্রাথী। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ তাকে সমর্থন করেছে।