ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মধুখালি 

জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মধুখালি 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ১ম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  এতে ভাঙ্গা উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে মধুখালি উপজেলা একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রবিবার  (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বোয়ালমারী জর্জ একাডেমী খেলার মাঠে ম্যাচটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।
 ম্যাচটিতে মধুখালি উপজেলা একাদশ বনাম ভাঙ্গা উপজেলা একাদশ অংশ নেয়।
বোয়ালমারী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে এসময় খেলাটি উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইয়াসিন কবির, বোয়ালমারী  উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন , পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া,  মধুখালি উপজেলা নির্বাহী  কর্মকর্তা  মো. মামুনুল হক অনিক, ভাঙ্গা  উপজেলা নির্বাহী কর্মকর্তা  বি এম কুদরত এ খোদা,  বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ফুটবল প্রেমী দর্শক।
খেলাটির রেফারির দায়িত্ব পালন করেন সাইফ দোহা, তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি  জহিরুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন ও চতুর্থ রেফারি হিসেবে ছিলেন তুহিন।
খেলাটির ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বাবুল হোসাইন ও রইস উদ্দিন ।
খেলায় ৫ গোলে  ভাঙ্গা একাদশকে হারিয়ে মধুখালি একাদশ জয়লাভ করে ফাইনালে  খেলার যোগ্যতা অর্জন করে।
মধুখালী উপজেলা ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত রাব্বি ৩ গোল দিয়ে টুর্নামেন্টে প্রথম হ্যার্টিক করায় ম্যান-অব-দ্যা ম্যাচ নির্বাচিত হন।
আগামী ১৩ ডিসেম্বর ফাইনাল খেলা ভাঙ্গায় অনুষ্ঠিত হবে।