ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
মোহাম্মদ আককাস আলী :
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
পত্নীতলা : পত্নীতলায়
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সাংসদ শহীদুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার খালিদ সাইফুল্লাহ প্রমূখ।
নিয়ামতপুর : উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুব-উল আলম।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপজেলার ৩১ হাজারেরও বেশি শিশু ভিটামিন-এ ক্যাপসুল খাবে। কোন শিশু দিনব্যাপী এ ক্যাম্পেইনে ক্যাপসুল খেতে না পারলে পরবর্তীতে উপজেলায় স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে তাদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আত্রাই: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি জানান,এক দিনের এই ক্যাম্পেইনে উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২হাজার ৩শ’ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩হাজার ৫শ’ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, এ উপজেলায় মোট ১৯৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ২৫ হাজার ৮শ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Print [1]