ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়ায় ককটেল বিস্ফোরণ— তিন পুলিশ সদস্য আহত  

বগুড়ায় ককটেল বিস্ফোরণ— তিন পুলিশ সদস্য আহত  

 (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে একটি ককটেল বিস্ফোরণে ৩জন পুলিশ সদস্য আহত হয়েছে। ১৩ডিসেম্বর বুধবার দুপুরে থানার তিনমাথার মোড়ে কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলো থানার এসআই কুদ্দুস, এএসআই এনামুল হক ও জয়দেব।
স্থানীয়রা জানান, গতকাল দুপুর পৌনে দুইটার সময় বিএনপির চলমান অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি থানার মোড় অতিক্রম করলে কেন্দ্রীয় মসজিদের সামনে হঠাৎ কোথাও থেকে ছোঁড়া একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ওইস্থানে থানার পুলিশ বাহীনি আইনশৃঙ্খলা রক্ষার্থে অবস্থান করছিল। বিস্ফোরিত ওই ককটেলের আঘাতে ডিউটিরত থানার এসআই কুদ্দুস, এএসআই এনামুল হক ও জয়দেব পায়ে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। আহত এসআই কুদ্দুস, এনামুল ও জয়দেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশকে লক্ষ্য করে বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের ৩পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, আমাদের মিছিল থেকে কেউ ককটেল বিস্ফোরণ করেনি। কেউ ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসাতে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।