দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন” আলফাডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি বিলুপ্ত ঘোষণা আলফাডাঙ্গা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের বিবৃতি ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাসহ দলীয় অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগীতা করছে না আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। তারা আওয়ামী লীগের নিয়মনীতির তোয়াক্কা না করে দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ একাধিকবার বলার পরেও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক সম্পাদক ফরিদ হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে উপজেলা আওয়ামী লীগ গত বুধবার বিকেলে এক বিবৃতি দিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। বিলুপ্ত কমিটির পত্রটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগ বরাবর অনুলিপি পাঠিয়েছেন। জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন বলেন, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেন। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নিকট থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেই চলেছেন। তাই জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খান বলেন, আমি আ’লীগের সকল নিয়মনীতি মেনে চলি, সকল মিটিংয়ে উপস্থিত থাকি। গত মিটিংয়ে আমাকে ডাকা হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী আমাকে কোন চিঠি দেওয়া হয়নি। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থী দল থেকে হতে পারবে এবং যে কোন লোক স্বতন্ত্র প্রার্থীর কাজ করতে পারবে, তাতে কোন বাধা নেই দলীয় কোন ব্যবস্থা নেওয়া হবে না। ফরিদপুর-১ আসন থেকে আমার গ্রামের বাসিন্দা আরিফুর রহমান দোলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড়িয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর কাজ করছি, সে জন্য আমার কমিটি ভেঙ্গে দিয়েছে। দলের সভাপতি সাধারণ সম্পাদকের কথা না শোনে উপজেলা আ’লীগ তাদের মতো তারা কাজ করছে। তবে আমাকে কোন চিঠি দেওয়া হয়নি এবং শোকজও করা হয়নি।