ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

কলেজের পরিত্যক্ত ভবনে ঝুলছিল অটোরিকশা চালকের মরদেহ 

কলেজের পরিত্যক্ত ভবনে ঝুলছিল অটোরিকশা চালকের মরদেহ 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে এক অটো রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই অটো রিকশা চালকের নাম মজনু মিয়া।
১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইগাতী আলহাজ্ব শফি উদ্দিন আহাম্মাদ কলেজ পরিত্যক্ত বিজ্ঞান ভবনের ৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমদ বাদল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মজনু মিয়া উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মজনু মিয়া পেশায় একজন অটো চালক। দীর্ঘদিন আগে তার প্রথম স্ত্রী মারা গেলে পরবর্তীতে আরেকটি বিয়ে করেন। কিন্তু সেই বিয়েটিও বিচ্ছেদ হয়, এতে সে হতাশাগ্রস্ত হয়ে যায়। তার কোন সন্তানও নেই। প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যায় মজনু মিয়া। ঝিনাইগাতী এসে কখন কি কারণে সে কিভাবে মারা গিয়েছে তা জানেনা স্বজনরা।
ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ ওসি বছির আহমদ বাদল বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।