ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বগুড়া আদমদীঘিতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসংস্থানের জন্য মালামালসহ দোকান ঘর হস্তান্তর

 বগুড়া আদমদীঘিতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসংস্থানের জন্য মালামালসহ দোকান ঘর

হস্তান্তর

রাবেয়া সুলতানা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাছিমা বেগম নামের এক দরিদ্র নারীকে কর্মসংস্থানের জন্য মালামালসহ একটি টিনের ঢোক দোকান ঘর প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার
(১৯ ডিসেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের মুজবুর রহমানের স্ত্রী নাছিমা বেগমকে কর্মসংস্থানের লক্ষ্যে বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের অর্থ ও বাস্তবায়নে এই দোকান ঘর হস্তান্তর করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা রির্বাহি অফিসার রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আব্দুল
বাসের, ইউপি সদস্য সমাজ খানসহ নেতৃবর্গ।