নৌকায় নয় সতন্ত্রপ্রার্থীকে বিজয়ী করার লক্ষে
ভোট প্রার্থনা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের একাংশের
মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী দশমিনা-গলাচিপা আসনে নির্বাচনে লড়ছেন সাত জন। হেভিওয়েট প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ প্রার্থী ও সতন্ত্র প্রতীকে ঈগল অন্য সকল দলের প্রার্থীদের প্রচার-প্রচারনা নেই মাঠে। সাধারণ ভোটারদের কাছে ছুটে যেতে দেখা যায় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের এবং সতন্ত্র প্রার্থীর কর্মীদের।
আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে দ্ধিতীয় বারের মতো মনোনায়ন পায় এনএম শাহজাদা। মনোনায়ন না পেয়ে লে.জেনারেল আবুল হোসেন সতন্ত্র প্রার্থী(ঈগল) নিয়ে দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের একত্রিত করে মাঠে চলছে নির্বাচনী প্রচারনা। এতে করে নৌকা প্রতীকের সমর্থকদের মাঝে বোজাপড়ার গরমিল লক্ষ করা যায়। আওয়ামীলীগের তৃনমূল সমর্থক ও নেতাকর্মীরা বলছে শেখ হাসিনার নৌকা। নৌকা যাকে দিছে সে আমাদের নেতা অন্য কিছু দেখার সময় নাই। যে সকল উপজেলা নেতারা নৌকার বিরুদ্ধে ভোট চায় তারা বিক্রি হয়ে গেছে। তারা তাদের আদর্শ থেকে সরে লোভে পরেছে। বিভিন্ন মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদবে বলতে দখো যায় নৌকার বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি আমাদের পছন্দ হয়নি তাই আপনারা সতন্ত্র প্রার্থীর পক্ষে ঈগল মার্কায় ভোট দিবেন। আওয়ামীলীগের নেতারা বলেন শেখ হাসিনা বুজে শুনেই দশমিনা-গলাচিপা আসনে মনোনায়ন দিছেন। আমরা শেখ হাসিনার মতামতের প্রতি সন্মান জানাই। প্রত্যেক নেতাকর্মী সাধারণ ভোটারদের কাছে গিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলে ভোট প্রার্থনা করছে। আর যারা নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন নির্বাচন করে বিজয়ী হয়ে আজ নৌকার ও শেখ হাসিনার মতামতকে অশ্রদ্বা করছে তাদের জাবাব আগামী ৭ জানুয়ারি জনগন ভোটের মাধ্যমে দিবে। দশমিনা-গলাচিপা নৌকার ঘাটি এখানে সাধারণ ভোটারদের ভুল বুজিয়ে কেহ স্বর্থ হাসিল করতে পারবেনা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন বলেন, বর্তমান নৌকার মনোনিত প্রার্থী বিগত বছর এমপি হয়ে তৃনমূল নেতাকর্মীদের সন্মান দেয়নি সবসময় ঘৃনা আর অভঞ্জা করেছে। বিভিন্ন সময় উপজেলা নেতাকর্মীদের এলাকা থেকে বিতারিত করার হুমকি দিয়েছে। আমরা নৌকার বিরোধিতা করছিনা। দশমিনা-গলাচিপা আসনের নৌকার মাঝি পছন্দ হয়নি তাই সতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করছি।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু গৌতম রায় বলেন, শেখ হাসিনার উন্নয়ন দশমিনা-গলাচিপার সাধারণ জনগন কখোনই ভুলতে পারবেনা। আওয়ামীলীগের কিছু আবর্জনা, অসৎ ও লোভি নেতাকর্মী নৌকার বিরোধিতা করছে তাতে নৌকার ভোটের সামান্য ক্ষতি হবেনা তবে নৌকার হয়ে সাধারণ জনগনের ভোট পেয়ে আজ নৌকার বিরোধিতা করছে তারা সাধারণ জনগনের কাছে চিহ্নিত হয়ে গেছে। সাধারণ জনগন তাদের মন থেকে ঘৃনা করছে।