জবই বিলে ২৫ কোটি টাকার মৎস্য আহরণের সম্ভাবনা
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মাওলা। তাঁর সঙ্গে ছিলেন,পুলিশ সুপার মুহাম্মদ রশিদুল হক,ইউএনও মো. মাসুদ হোসেন, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ রোজিনা পারভীন প্রমুখ।
মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন জানান, এবছর প্রচন্ড খরায় কষ্ট করে বিলের অভায়াশ্রমে মা’ মাছ গুলিকে রক্ষা করায় বিলে প্রচুর পরিমান মাছের জম্ম হয়েছে, যার ফলে এবছর এই বিলে ৫শ’ ৫৫ মেঃ টন মাছ উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকার মতো। গত বছর এই বিল হতে মৎস্য আহরণের পরিমান ছিল ৫শ’ ২৭মেঃ টন। তিনি আরো জানান, সাপাহার উপজেলার জবই বিল মৎস্য প্রকল্পের ৭শ’ ৯৯ জন মৎস্যজীবী এই মৎস্য সম্পদ আহরণের কাজে নিয়োজিত থাকবে। গত বছর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় প্রতি দিন ৪ হাজার ৩শ ৮৪ টাকা করে রাজস্ব কোষাগারে জমা দিয়ে বিলটি জেলা প্রসাশসক এর দপ্তর হতে লিজ গ্রহণ করে মৎস্য জীবীগন মাছ চাষ করে আসছে। গত মার্চ মাসে বিলে মাছ ধরা বন্ধ ঘোষনা করে দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবারে মৎস্য আহরণের উদ্বোধন করা হয়।
জবই বিল প্রকল্পের মৎস্যজীবী দল নেতা মোন্তাজ আলী, ও বকুল হোসেন এর সাথে কথা হলে তারা জানান যে, অন্যান্য বছরের তুলনায় এবছর বিলে প্রচুর পরিমান মাছ রয়েছে, সকল মৎস্যজীবীগন এবারে অনেক লাভের মুখ দেখবেন।
Print [1]