ভুলকরে বক্তব্য দিয়েও আওয়ামীলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দশমিনা-গলাচিপা আসনে দশমিনা উপজেলায়র বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সতন্ত্যরপ্রার্থীর কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড.সিকদার গোলাম মোস্তফা সতন্ত্রপ্রার্থী (ঈগল) মার্কার ভোট চাইতে গিয়ে নৌকায় ভোট চায়। ওই বক্তব্য উপজেলায় বিভিন্ন সোস্যাল মিডিয়ায় সহ বিভিন্ন আইডেতে ভাইরাল হয়।
২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে Sikder Mostafa নিজ আইডি থেকে সিকদার মোস্তফা পোস্ট করে পোস্ট করে বলেন আমার বক্তব্য যে সকল এফবি আইডি দিয়ে ভাইরাল করেন যে সকল এফবি ও ব্যক্তিগত আইডি থেকে পোস্ট করছে তারা পোস্ট ডিলেট না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামালা দেয়ার হুমকি দেয়।
আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক
সবেক এপিপি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আাদালত দশমিনা এ্যাড.উত্তম কর্মকার আজকের পত্রিকা প্রতিনিধিকে বলেন, আওয়ামীলীগের সহসভাপতি গোলাম মোস্তফা ও সতন্ত্রপ্রার্থীর কর্মী ২৩ ডিসেম্বর বিকেলে সতন্ত্রপ্রার্থীর কর্মীসভায় ঈগল মার্কায় ভোট চাইতে গিয়ে ভুল করে নৌকায় ভোট চায় এটা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়ে এফবিতে পোস্ট করাটা নীতি বাচক বলে মনে করিনা। তার কথিত বক্তব্যই প্রচার করছে সোস্যাল মিডিয়ায়।
উপজেলা আইনজীবী কল্যান সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.ইকবাল হোসেন আজকের পত্রকা প্রতিনিধিকে বলেন, সিকদার গোলাম মোস্তফা ২৩ ডিসেম্বর নিজের কতিথ বক্ত্য প্রচার ও প্রকাশ হয়েছে এখানে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়ার হুমকি নীতিবাচক মনে হয়না।
Print [1]