জেলা আওয়ামী আইনজীবী পরিষদ নৌকার প্রচার প্রচারণায় ব্যস্ত
মোহাম্মদ আককাস আলী : নওগাঁ জেলা আওয়ামী আইনজীবী পরিষদ নৌকার প্রার্থী ব্যারিষ্ঠার নিজাম উদ্দিন জলিল জন এর প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। আইনজীবী পরিষদের
পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.আঃ খালেক ও অতিরিক্ত পি পি মো.মোজাহার আলীর নেতৃত্বে নৌকার পক্ষে প্রচার প্রচারণায় মাঠ গরম করেছেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন,এ্যাড.আঃ.বাকি ( জেলা আওয়ামীলীগের আইন বিঃসঃ)মো. হাসানুজ্জামান,আঃরউফ( সাঃসঃএ্যাডঃবার এ্যাসঃ) মো.জিল্লুর রহমান,মোঃআলতাব হোসেন, মজ্ঞুরী,আঃরশিদ,রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন প্রমূখ। নওগাঁর ভোটারেরা জানান,ব্যারিষ্ঠার নিজাম উদ্দিন জলিল জন এর মরহুম পিতা জননেতা আব্দুল জলিল ছিলেন,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রী থাকা অবস্থায় নওগাঁর বহু উন্নয়ন মূলক কাজ করেছেন এবং আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনকে জয়যুক্ত করে তাঁর পিতার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবেন এমনি আশা করেন তারা।
Print [1]