ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ফরিদপুর- ১ আসনে বিজয়ী হলেন আব্দুর রহমান

ফরিদপুর- ১ আসনে বিজয়ী হলেন আব্দুর রহমান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ২১১, ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। রবিবার রাত ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পি.এ)। এ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। ১৯৬টি কেন্দ্রে ২ লাখ ৩৪ হাজার ৩২জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ জন ভোট। তিনটি উপজেলার ১৯৬টি কেন্দ্রে বোয়ালমারীতে ৫৩.৫৫, মধুখালীতে ৪৩.১৭ ও আলফাডাঙ্গায় ৫৩.২৮ শতাংশ যথাক্রমে ভোট পড়েছে। আজ রবিবার রাতে স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদপুর-১ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বড় কোনো সংঘাত ছাড়াই ১৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪টি রাজনৈতিক দলের সাথে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছিলেন আরিফুর রহমান দোলন।