ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকা ভোটকেন্দ্র

রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকা ভোটকেন্দ্র

রাজশাহী ব্যুরো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহন শুরু হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকাল সকাল প্রার্থীরা তাদের সমর্থক নিয়ে ভোট দিলেও অন্যান্য কেন্দ্র ছিল অনেকটায় ফাঁকা। সকাল যখন সোয়া আটটা, রাজশাহী নগরীর নওদাপাড়া হামিদপুর উচ্চ বিদ্যালয়ের গেটে কয়েকজন আনসার সদস্য দাঁড়িয়ে, নেই ভোটারদের উপস্থিতি। বাইরেও কারো তেমন আনাগোনা চোখে পড়লো না। এরপর চোখ মেলে তাকালাম মোহনপুর উপজেলার প্রথম ভোট কেন্দ্র বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেও একই অবস্থা। এরপর সোজা মোহনপুর উপজেলা চত্বর প্রবেশ করলাম। শুনলাম মোহনপুর কেন্দ্রে (বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়) অন্যান্য প্রার্থীদের পোলিং এজেন্ট নাই। পর্যবেক্ষণের জন্য প্রবেশ করলাম। গিয়ে দেখলাম কয়েকজন ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে। সেখানে দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার রকুনুজ্জামান তালুকদারের সাথে কথা বলে জানলাম এই কেন্দ্রে ৩৪৯২ জন ভোটার। ১১৫ নং এই কেন্দ্রে সকাল ১০ পর্যন্ত প্রায় ২০০ ভোট গ্রহন হয়েছে। তার দাবী বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। এরপর উপজেলার ৮৬ নং কেন্দ্র সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা। সেখানকার চিত্র প্রায় একই। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৩১৫ জন। প্রিজাইডিং অফিসার মো: জাহিদুল ইসলাম জানান সকাল সাড়ে ১০ টা পর্যন্ত প্রায় ২৫০ ভোট গ্রহন হয়েছে। পরে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে। তবে তুলনামুলক মহিলা ভোটা উপস্থিতি বেশি রয়েছে। এরপর উপজেলার ৮৪ নং কেন্দ্র কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন। সেখানকার দৃশ্য কিছুটা আলাদা। এখানে ভোটার সংখ্যা ৪৮২৫ জন। সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এই কেন্দ্রে ১০২৭ টি ভোট গ্রহন হয়েছে। এরপর মোহনপুর উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা মো: লুৎফর রহমানের সাথে কথা বলে জানা গেল এই উপজেলায় দুপুর ১২ টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ২৫.৫৪%। ৪৫ টি কেন্দ্রের এই উপজেলার মোট ভোটার সংখ্যা ১৪৩৬৮১ জন। পরে বাগমারা উপজেলার ৪১ নং মুগাইপাড়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে উপস্থিত হলাম। সেখানকার ভোটার সংখ্যা ৩০৩৬ জন। বেলা ১২ টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে ১০৫৮ টি। এরপর উপজেলার মশমইল বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ২ টি কেন্দ্রের ভোট গ্রহন হয়েছে ৭০২ জন পুরুষ ৯২০ মহিলা। পরে অন্যান্য কেন্দ্রের খবর নিয়ে জানতে পারলাম দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার ভোট কাস্ট হয়েছে ৩৪%। এই উপজেলার ১২২ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩০৬৩৫২ জন। বেলা বাড়ার সাথে সাথে বাগমারা উপজেলার বিভিন্ন কেদ্রে স্বতন্ত্র প্রার্থীর (কাঁচি) সমর্থকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এই অভিযোগকে অস্বিকার করে বাগমারা উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ জানান, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোট গ্রহন চলছে।