ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

আব্দুর রহমান” :মন্ত্রী পাওয়ায় এলাকায় আনন্দ শোভাযাত্রা

নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে-আব্দুর রহমান” :মন্ত্রী পাওয়ায় এলাকায় আনন্দ শোভাযাত্রা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রিত্ব পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে ফরিদপুর-১ আসনবাসী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌরসদরের চৌরাস্তাস্থ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয় নেতাকর্মীরা। গতকাল বুধবার থেকে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রহমান এমপি মন্ত্রী হচ্ছে এ খবর ছড়িয়ে পড়লে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরাসরি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এ সময় নেতাকর্মীদের মিষ্টি বিতরণসহ আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। গত বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিপরিষদের ৩৭ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার জন্য প্রবেশ করেছেন। এলাকাবাসী জানান, মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে ইতোপূর্বে একাধিকবার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেও এ আসনে কেউ মন্ত্রিত্ব হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে দলটির প্রেসিডিয়াম মেম্বার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় তাকে মন্ত্রী করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আনন্দে ভাসছেন তিন উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষ। সেই সাথে পুরো জেলায় আনন্দ ছড়িয়ে পড়েছে। আনন্দ শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহাজাহন মীরদাহ্ পিকুল, পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা কৃষকলীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার, সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ। পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন বলেন, ফরিদপুর ১ আসন আওয়ামীলীগের ঘাটি। আমরা প্রতিটি নির্বাচনে আওয়ামীলীগকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছি। এই প্রথম এলাকার মানুষকে মন্ত্রী দিয়ে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ফরিদপুর ১ আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল বলেন, স্বাধীনতার পরে ফরিদপুর-১ আসনে কোন মন্ত্রী পায়নি এলাকাবাসী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আব্দুর রহমান রেকর্ড ভোট পেয়ে বিজয়ী হয়ে মন্ত্রিসভায় আমন্ত্রণ পেয়েছেন। এতে এই এলাকার মানুষের স্বপ্নপূরণ হতে চলেছে। এজন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফরিদপুর-১ আসনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এর আগে নবম ও দশম জাতীয় সংসদে এমপি ছিলেন আব্দুর রহমান। আব্দুর রহমান মন্ত্রী হওয়ায় ফরিদপুরসহ এই নির্বাচনী এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকান্ড হবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, ফরিদপুর-১ আসনে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। মো. আব্দুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. আবু জাফরকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৪ সালের ১ জানুয়ারি মো. আব্দুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্বে রয়েছেন। বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হয়ে মন্ত্রিসভায় ডাক পাওয়া আব্দুর রহমান (ফরিদপুর-১) এক প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রীর স্বীকৃতিতে মনের মধ্যে আনন্দ বিরাজ করছে। একই সাথে আমার নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। আমার মধ্যে আত্মবিশ্বাস ছিলো, নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধুকন্যা হয়তো এবার সরকারে রাখতেও পারেন। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ উপলক্ষে ১ হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।