ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি রেজাউল হক চৌধুরী

দৌলতপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি রেজাউল হক চৌধুরী

দৌলত(কুষ্টিয়া) প্রতিনিধি: ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় হাজারো জনতার ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন আলহাজ্ব মো: রেজাউল হক চৌধুরী ।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে নিজ এলাকায় পৌছালে বিভিন্নস্তরের নেতাকর্মীরা হাজারো মোটরসাইকেল ও গাড়ী বহর শোভাযাত্রার মাধ্যমে খন্ড খন্ড অংশে লালন শাহ সেতুর দক্ষিনাংশের গোল চত্বরে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শপথ গ্রহণের পর নিজ এলাকায় সফর উপলক্ষে নব-নির্বাচিত এমপি কে একনজর দেখার জন্য তার এলাকায় হাজারো মানুষের ঢল নামে। হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদন গ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দৌলতপুর সরকারী পাইলট মডেল স্কুলে আয়োজিত গণ সংবর্ধনায় নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনে সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকার বিভিন্ন উন্নয়ন করার চেষ্টা করেছি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে আমাকে ঋণী করেছেন, দোয়া করবেন যেন আমি আপনাদের এ ভালোবাসার প্রতিদান দিতে পারি। সকলের সহযোগিতায় অবহেলিত এই দৌলতপুরকে আধুনিক উপজেলা হিসাবে উপহার দিতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের উদ্দেশ্যে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, কৃষি এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের অঙ্গীকার প্রদান করাসহ চাঁদাবাজি বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও নবনির্বাচিত সাংসদকে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সংসদ সদস্যেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আওয়ামী লীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সহযোগী সংগঠনের নেতকর্মীসহ স্থানীয় জনতা।

উল্লেখ্য যে ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সরওয়ার জাহান বাদশাহ কে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী থেকে ২য় বারের মত এমপি নির্বাচিত হন আলহাজ্ব মো: রেজাউল হক চৌধুরী। এ আসনে মোট ১০ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন