ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল মোহনপুর থানা পুলিশ

হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল মোহনপুর থানা পুলিশ

রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর আন্তরিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় মোহনপুর থানা এলাকা থেকে ১৫ টি হারানো মোবাইল ফোন ও ভুল নাম্বারে চলে যাওয়া ৮৯ হাজার ৯’শ নব্বই টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল জেলা পুলিশের নয় বারের শ্রেষ্ঠ এসআই ইব্রাহিম খলিলুল্লাহ। মোহনপুর থানা কর্মকর্তা ওসি হরিদাস মন্ডল হরিদাস মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় করা জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে এসব মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) স্যারের আন্তরিকতায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে মোবাইল ফোন উদ্ধার করতে আমাদের সহায়তা করেছে। পরে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। পরে ফোন মালিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে এসআই ইব্রাহিম খলিলুল্লাহসহ ওসি ও জেলা পুলিশের কর্মকর্তাদের সাধুবাদ জানান। তাঁরা আরো বলেন,তাদের হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করতে একটি টাকাও পুলিশকে দিতে হয়নি।