
কবিতা- দ্বিধাহীন প্রেম
ওরুশ কবিরাজ
আগুন লেগেছে আগুন পুড়ে যাচ্ছে শহর পুড়ে যাচ্ছে হৃদয়
পোড়া হৃদয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে সবখানে,
দম বন্ধ হয়ে যাওয়া সেই গন্ধ ছড়িয়েছে আকাশে আকাশময়
চিতায় পুড়ে নিঃশেষ হওয়া সেই সব হৃদয়ের আত্ম চিৎকারে ছুটে আসেনি কেউ
ঝড়ের গতিতে ছুটে চলেছে ক্যালেন্ডারের পাতা,
এক ফোটা ভালোবাসার জন্য দিশেহারা হয়ে মরেছে মন
চারিদিকে জ্বলছে আগুন
ভাঙ্গা মনে পোড়া হৃদয়ে- সাইরেন বাজিয়ে ছুটে আসুক বিশুদ্ধ প্রেম,
পরিচ্ছন্ন কর্মীর মত ধুয়ে মুছে যাক পোড়া হৃদয়ের অগ্নিদগ্ধ গন্ধ।
সংস্কার হোক ভালোবাসা, আবার সরব হয়ে উঠুক দ্বিধাহীন প্রেম।
Print [1]