ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে স’মিলের করাত পরিস্কার করতে গিয়ে হাতের কজ্বি হারালেন শ্রমিক

বোয়ালমারীতে স’মিলের করাত পরিস্কার করতে গিয়ে হাতের কজ্বি হারালেন শ্রমিক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে শনিবার (২০ জানুয়ারী) স’মিলের করাত পরিস্কার করতে গিয়ে এক শ্রমিক তার ডান হাতের কজ্বি হারালেন। ওই শ্রমিক ময়েনদিয়া গ্রামের ইব্রাহিম বিশ্বাস (৩৩)। আহত অবস্থায় ওই শ্রমিককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার দুটি সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম বিশ্বাস ময়েনদিয়া বাজারে আব্বাসের স’মিলের শ্রমিকের কাজ করতো। শনিবার সন্ধ্যায় করাত চালু করে করাত পরিস্কার করার সময় ডান হাতের কজ্বি কেটে পড়ে বিছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মযেনদিয়া বাজারের বণিক সমিতির সদস্য ও পরমেশ্বদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. সিদ্দিক মাতুব্বর বলেন, ইব্রাহিম বিশ্বাস সন্ধ্যায় স’মিলের করাত পরিস্কার করতে গিয়ে করাতে তার ডান হাতের কজ্বি কেটে পড়ে যায়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।