
মাদক সন্ত্রাস দুর্নীতি করলে যে দলেরই হোক কোন আপোষ নেই -এমপি কামারুল
হেলাল মজুমদার কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় নবনির্বাচিত কুষ্টিয়া -২ (ভেড়ামারা মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও সুধীজনদের সঙ্গে একমত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২( ভেড়ামারা মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ খ সার্কেল পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা,আই সি টি তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা,উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান, কলেজ, স্কুল এর শিক্ষক-শিক্ষিকা সহ সুধীজন উপস্থিত ছিলেন।

এ সময় এমপি আলহাজ্ব কামারুল আরেফিন বলেন,আগে ১৫ বছর কিভাবে চলেছে আমি জানিনা আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলছি স্কুল-কলেজের কোন দুর্নীতি হলে কোনমতে আপোষ হবে না।আমার নির্বাচনী এলাকায় কেউ যদি চাঁদাবাজি সন্ত্রাসী করে সে যে দলেরই হোক কোন ছাড় নেই। আমি থানার ওসি সাহেব কে বলে যাচ্ছি মাদকে সাথে কোন আপোষ নেই। এই বিষয়ে আমার কোন ফোন আসবে না।ভেড়ামারা মাদক মুক্ত করতে হলে যা যা করার প্রয়োজন আপনি করবেন। এর আগে নবনির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিন ভেড়ামারা উপজেলায় পৌছালে উপজেলা পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Print [1]