ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

দৌলতপুর কিন্ডার গার্টেন কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন

দৌলতপুর কিন্ডার গার্টেন কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন

খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর কিন্ডার গার্টেন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নবনির্বাচিত কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ রেজাউল হক চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২২ জানুয়ারি সকাল ১১ টায় মাননীয় সংসদ সদস্যের বাসভবনে গিয়ে কল্যাণ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ হাবিব উল­াহ বাবু ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ২৭ জন বিভিন্ন এলাকার কিন্ডার গার্টেন মালিক এ অভিনন্দন জানান।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী জানান প্রত্যেকটা মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের আপদ বিপদ সর্বক্ষেত্রে আল্লাহর রহমতে এগিয়ে যাব। এই প্রত্যয় নিয়ে আমি আগামী সংসদে যোগ দেব।
ইতিপূর্বে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার বহু রাস্তাঘাট, মসজিদ, স্কুল-কলেজ, মাদ্রাসা নির্মাণ করেছেন এবং মেরামত করেছেন। মানুষ তারই ফলশ্রæতিতে এবারও তাকে সংসদ সদস্য হিসাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্ডার গার্টেন কল্যাণ ট্রাস্ট সহ এলাকার বহু মানুষ তাকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় জমাচ্ছেন প্রতিদিন। এ ছাড়া ঐদিন তিনি প্রায় পঞ্চাশ হাজার কম্বল বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মধ্যে বিতরণ করেন।