কুষ্টিয়ায় মাদকদ্রব্য সহ আটক -১
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি শামসুল আলম (৪৫) কে আটক করেছে।
বুধবার সকাল ৭টা৩০ মিনিটের সময় কুষ্টিয়া সদর থানাধীন বাড়াদী উত্তর পাড়া গ্রামে শামসুল আলম এর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নির্দেশনায় এ এস আই সোহরাব হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা। এ সময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় সংরক্ষণ করার অপরাধে বাড়াদি উত্তর পাড়া গ্রামের বজলুর রহমান এর পুত্র শামসুল আলম (৪৫) কে আটক করেছে।এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৯ এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া সার্কেলের ক পরিদর্শক বেলাল হোসেন জানান, আমাদের অভিযান চলমান থাকবে মাদককারবারিদের সাথে কোন আপোষ হবে না। এদের বিরুদ্ধে সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।