
দশমিনায় অবসরপ্রাপ্ত ও খণ্ডকালীন শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালী দশমিনা উপজেলার বড়গোপালদী ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও খণ্ডকালীন শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন আলতাফ হোসেনের উপর গত ২২ জানুয়ারি দুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে জাতীয় শিক্ষক সমিতির ব্যানারে বৃহস্পতিবার সকাল ১০ টায় দশমিনা উপজেলা পরিষদের মূল রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী। পরে নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক সমিতির দাশমিনা উপজেলা শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নূরে আলম ছিদ্দিকি, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আহম্মেদ ইব্রাহিম অরবিল, এস এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসায় হোসেন, বড়গোপালদী মাধ্যমিক বিদয়ালয়ের প্রধান শিক্ষক ফোরকারন মিয়া সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Print [1]